শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে পুলিশের গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত ৪

কক্সবাজারে পুলিশের গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত ৪

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (কক্সবাজার): জেলার চকরিয়ায় মালুমঘাট হাইওয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এক পুলিশ সদস্য (কনস্টেবল) নিহত হয়েছেন সময় গুরুতর আহত হয়েছেন একই গাড়িতে থাকা পুলিশের একজন এসআই আরো তিন কনস্টেবল

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ডিউটিরত অবস্থায় চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের রিংভং সোয়াজনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে

নিহত কনস্টেবলের নাম নাজমুল হাসান (৫০) ছাড়াও গুরুতর আহত চারজন পুলিশ সদস্য হলেনএসআই জিয়া উদ্দিন ভূইয়া, কনস্টেবল অলি আহমদ, সাইফুল ইসলাম নুরুল আলম

পুলিশ সদস্য হতাহতের সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মো. মেহেদী হাসান বলেন, ‘দায়িত্বরত অবস্থায় হঠাৎ হাইওয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। খবর পেয়ে সেখান থেকে পাঁচ পুলিশ সদস্যকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল নাজমুল হাসানকে মৃত ঘোষণা করেন

তিনি জানান, চার পুলিশের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর সদস্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন

Views
CATEGORIES

COMMENTS