শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য শুক্রবার সকল মসজিদে মোনাজাত হবে

গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য শুক্রবার সকল মসজিদে মোনাজাত হবে

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দেশের সকল মসজিদে বিশেষ মোনাজাতের সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধারাবাহিকভাবে আগামী তিন শুক্রবার বাদ জুম’আ দেশব্যাপী সকল মসজিদে এই মোনাজাত আয়োজন করা হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আজ জানিয়েছে, “২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত এবং গুরুতর অসুস্থ ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আগামী ১৫, ২২ ও ২৯ নভেম্বর শুক্রবার দেশের সকল মসজিদে বাদ জুম’আ মোনাজাতের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে অনুরোধ জানানো হয়েছে।

১৮ Views
CATEGORIES

COMMENTS