প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৮, ২০২৫, ৭:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৫, ২:২৩ অপরাহ্ণ
গাজায় নতুন করে হামলা ‘অগ্রহণযোগ্য’: ইউরোপীয় ইউনিয়ন

পজিটিভ বিডি ২৪ডট নিউজ: ইউরোপীয় ইউনিয়নের একজন কূটনীতিক বুধবার বলেছেন, তিনি তার ইসরাইলি সমকক্ষকে বলেছেন গাজায় নতুন করে হামলা ‘অগ্রহণযোগ্য’।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস মঙ্গলবার এক কথোপকথনে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারকে এ কথা বলেন।
ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি আজ এ খবর জানায়।
গত ১৯ জানুয়ারি ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির চুক্তির করে ইসরাইল। ১ মার্চ চুক্তির মেয়াদ শেষ হয়। নতুন করে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনায় না গিয়ে মঙ্গলবার গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল।
হামাস-নিয়ন্ত্রিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনা ভেস্তে যাওয়ার পর ইসরাইলের বোমা হামলায় ৪শ’ জনেরও বেশি লোক নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকশ’।
মঙ্গলবার রাতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘এই হামলা কেবল শুরু। হামাসের সঙ্গে ভবিষ্যতে আলোচনা কেবল হামলার মুখেই হবে।’
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন, তিনি মঙ্গলবার এক কথোপকথনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারকে জিজ্ঞাসা করেছেন, ‘আপনি কেন এটি করছেন?’
কালাস জানান, তিনি এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে বার্তা দিয়েছেন। এতে তিনি বিশেষভাবে ‘বেসামরিক মানুষের প্রাণহানির’ কথা উল্লেখ করেছেন।
কালাস আরও জানান, আগামী রোববার তিনি মিশরে যাবেন এবং ‘আরব কুইন্ট’-এর সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। সেই আলোচনায় মিশর, জর্ডান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত অংশ নেবে। ইসরাইলের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে জানান কালাস।
২০২৩ সালের ৭ অক্টোবরে হামলায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হাতে জিম্মি হওয়া ব্যক্তিদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ইসরাইল লড়াই চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করে। এ ঘটনা হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধের সূত্রপাত করেছিল।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit