প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩০, ২০২৫, ১২:১৮ অপরাহ্ণ
গাজা থেকে হামাসকে তাড়াতে চান ট্রাম্প

পজিটিভ বিডি ২৪ডট নিউজ: ফিলিস্তিনের গাজা থেকে স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের তাড়াতে মিশরের ওপর চাপ সৃষ্টি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেল আতিকে বলেছেন, ‘হামাস যাতে আর কখনো গাজা শাসন করতে না পারে তা ঠেকানোর জন্য দুই পক্ষের মধ্যে সব ধরনের সহযোগিতা থাকা প্রয়োজন।’
কায়রো থেকে এএফপি আজ এই খবর জানায়।
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের হামাস যোদ্ধারা ইসরাইলের ওপর আকস্মিক হামলা চালিয়ে ১২১৬ জনকে হত্যা করার পর ইসরাইল সমস্ত শক্তি নিয়ে গাজার উপত্যকার ওপর বর্বর আগ্রাসন ও গণহত্যা চালায়। এতে মার্কিন সরকার অন্ধভাবে ইসরাইলকে সমর্থন জানায় এবং কার্যত তারা গণহত্যায় জড়িয়ে পড়ে।
দীর্ঘ দেড় বছরের আগ্রাসনে ইসরাইল ৪৭ হাজার ৬শ’ ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে হত্যা করে। যাদের বেশির ভাগই ছিল নারী ও শিশু। কিন্তু তারপরও ইসরাইল হামাসকে নির্মূল করতে পারেনি। বরং হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে বন্দি ইসরাইলিদের উদ্ধারের চেষ্টা করছে।
এদিকে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছিল, ইসরাইল যখন তাদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে, তখন ট্রাম্প ক্ষমতায় বসেই গাজাকে হামাস মুক্ত করবে এবং ইসরাইলের নিয়ন্ত্রণে গাজা পরিচালিত হবে। কিন্তু হামাস শুরু থেকেই বলে আসছে ইসরাইরের এই লক্ষ্য কখনো পূরণ হবে না।
ইসরাইল যখন তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে তখন ট্রাম্প ক্ষমতায় বসেই গাজাকে ফিলিস্তিনি মুক্ত করতে চাইছেন এবং সেখানকার অধিবাসীদের মিশর ও জর্ডানে চলে যাওয়ার কথা বলছেন।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit