প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৪, ২:০৭ অপরাহ্ণ
জয়পুরহাটে নতুন ক্যারিকুলামে শিক্ষকদের প্রশিক্ষণ শুরু

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (জয়পুরহাট): আজ সোমবার থেকে জেলার উপজেলা পর্যায়ের শিক্ষকদের অংশগ্রহণে ৬ দিনব্যাপী নতুন ক্যারিকুলামের ওপর প্রশিক্ষণ শুরু হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ডিসিমিনেশন অব নিউ ক্যারিকুলাম স্কিমের আওতায় জয়পুরহাট জেলা শিক্ষা অফিস এই প্রশিক্ষণের আয়োজন করে। রামদেও বাজলা সরকািির উচ্চ বিদ্যালয়ের আইসিটি মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) তৃপ্তি কণা মন্ডল।
জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. রুহুল আমিন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমদাদুল হক। প্রশিক্ষণে প্রোগ্রামিং এন্ড নেটওয়ার্কিং ফর ডিজিটাল টেকনোলজি ও অকুপেশনাল কোর্স বিষয়ে শিক্ষকরা ধারণা লাভ করবে। অংশগ্রহণকারী শিক্ষকরা উপজেলা পর্যায়ে আয়োজিত প্রশিক্ষণে মাস্টার ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করবেন।
জেলার উপজেলা পর্যায়ের বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার ৪৫ জন শিক্ষক ও শিক্ষিকা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit