প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৪, ৪:০০ অপরাহ্ণ
জরায়ু মুখ ক্যান্সারে মৃত্যু কমিয়ে আনতে বিরামপুরের পৃথক ৩ দপ্তরের অবহিতকরন সভা একই সময় : স্বাস্থ্য দপ্তরের শুধুই ব্যানার পরিবর্তন !

স্টাফ রিপোটা্র : ২২ অক্টোবর (মঙ্গলবার) বিরামপুর উপজেলা অডিটরিয়ামে জরায়ু মুখ ক্যান্সারে মৃত্যু কমিয়ে আনতে বিরামপুরের পৃথক ৩ দপ্তরের আয়োজনে শিক্ষকদের নিয়ে অবহিতকরন সভা একই সময় হয়েছে স্বাস্থ্য দপ্তর শুধুই ব্যানার পরিবর্তন করে। পৃথক পৃথক ব্যানারে আয়োজক প্রতিষ্ঠান হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রশাসন ও পৌর পরিষদ। ইউনিফেস রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান তৌফিক আহমেদ মুঠোফোনে জানান এই কর্মসূচীটি বাস্তবায়নে কারিগরী ও আর্থিক সহযোগিতা পুরোটাই ইউনিফেস ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা করে আসছে।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুজহাত তাসনীম আওন জানান, তার অধিনে দুটি দপ্তরের আয়োজনে শিক্ষক সহ ২৫০ জনকে নিয়ে এইচপিভি টিকাদান কার্যক্রম-২০২৪ এর সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কন্যা শিশুদের অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে শিক্ষকদের মাল্টিমিডিয়া প্রেজেনটেশনের মাধ্যমে ধারনা দেওয়া হয়। শিক্ষকদের খাবার সরবরাহ করে উপজেলা প্রশাসন ও পৌরসভা বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা কামাল হোসেন ও ইউএনও অফিসের প্রধান সহকারী মোকলেছার রহমান। সূত্র জানিয়েছেন অডিটরিয়ামের ধারন ক্ষমতা ২০০/২৫০ জন।
অপর দিকে একই স্থানে ও সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শুধু মাত্র ব্যানার পরিবর্তন করার মধ্য দিয়ে দিবসটি পালন করেন। তিনি দাবী করেছেন ২০০জনকে তিনি খাবার সরবরাহ করেছেন, সেটি কোথায় করেছেন জানতে চাইলে বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখি বলেন, খরচের বাজেট দেখতে অফিসে যেতে হবে। হাসপাতালের একাধিক সূত্র জানিয়েছে, ভুয়া বিল-ভাউচারে সয়লাব করছে ডা. গোলাম রসুল রাখি।
এবিষয়ে দিনাজপুরের নবাগত সিভিল সার্জন ডা: মো: আসিফ ফেরদৌস জানান, তিনি সবেমাত্র গতকাল যোগদান করেছেন। খোজ নিয়ে ব্যতয় হলে করনীয় নির্ধারন করবেন।
১ম ছবিতে উপজেলা প্রশাসন আয়োজিত ব্যানারের সামনে বক্তব্য রাখছেন ইউএনও নুজহাত তাসনীম আওন। ২য় ছবিতে বিরামপুর পৌরসভা আয়োজিত ব্যানারের সামনে বক্তব্য দিচ্ছেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখি। ৩ য় ছবিতে বিরামপুর উপজেলা স্বাস্থ্য দপ্তর আয়োজিত ব্যানারের সামনে মাল্টিমিডিয়ার সাহায্যে তথ্য প্রদর্শন করছেন হাসপাতালের স্টাফ মাসুদ।
মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিরামপুর থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী, প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. বিপুল কুমার চক্রবতী, ডা. তাজুল ইসলাম, প্রমূখ। অনুষ্ঠানে ২ শতাধিক শিক্ষক অনলাইন কন্যা শিশু নিবন্ধনের পদ্ধতি অবগত হয়।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit