প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১২:৫৫ অপরাহ্ণ
ঝালকাঠিতে মেধা ও যোগ্যতায় পুলিশে নিয়োগ পাচ্ছেন ২০ জন

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঝালকাঠি): জেলায় মেধা ও যোগ্যতা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ২০ জন তরুণ-তরুণী নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছেন।
গতকাল রোববার রাত সাড়ে ১১ টায় জেলা পুলিশ লাইনে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় । এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা পুলিশ সুপার এবং মিষ্টি মুখ করান।
কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া পুলিশের গর্বিত সদস্য হতে পেরে খুশিতে আত্মহারা হত দারিদ্র ও মধ্যবিত্ত পরিবারে সুপারিশ প্রাপ্তরা।
এ বিষয়ে কথা হয় সুপারিশপ্রাপ্ত কয়েক জনের সঙ্গে। তারা বলেন, জীবনে প্রথমবার চাকরির আবেদন করে আজ নিজেদের মেধা ও যোগ্যতায় চাকরি পাওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জেলা পুলিশ সুপারকে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার বলেন, নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে আজ ২০ জন তরুণ-তরুণী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। মেডিকেল পরীক্ষার পর নিয়োগপ্রাপ্ত হবেন। আজ যারা নিয়োগের জন্য মনোনীত হয়েছেন তারা সবাই নিজেদের যোগ্যতায় ও মেধায় উত্তীর্ণ হয়েছেন। এতে তাদের কোনো যোগাযোগ, লবিং ও ঘুষ বিনিময় করতে হয়নি।’
তিনি আরও জানান, আশা করছি যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশের নতুন সদস্য হলেন তারা সবাই দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন। তাদের জন্য রইলো অনেক শুভকামনা।
কনেস্টবলের ২০ পদের বিপরিতে ৪৯০ জন লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এদের মধ্যে ৫৫ জন উর্ত্তীর্ন হন। ৫৫ জনের মধ্যে আই কিউ ও ইকিউ যাচাই করে ২০ জনকে নির্বাচিত করা হয়।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit