প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১২:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ২:৩৮ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী গণতন্ত্র উৎসব

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী ‘গণতন্ত্র উৎসব’ পালিত হয়েছে।
আজ বুধবার সকালে জেলা শহরের পাবলিক ক্লাব মাঠে আয়োজিত উৎসবের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালির পর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
জেলা নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি জাকির মোস্তাফিজ মিলু’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মনসুর আলী, জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল ইসলামসহ অনেকে।
যুব ফোরাম ও জেলা নাগরিক প্ল্যাটফরমের উদ্যোগে এবং ডেমোক্রেসি ওয়াচের অর্থায়নে আয়োজিত এ উৎসবে ৮টি স্টল প্রদর্শিত হয়। সেখানে সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা, গণতন্ত্র রক্ষা, নির্বাচন পর্যবেক্ষণ, ভোটার সচেতনতা, নারীর ক্ষমতায়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং তরুণ-তরুণীদের নেতৃত্বের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক তথ্য প্রদান করা হয়।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit