প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ৭:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৫, ৫:০৪ অপরাহ্ণ
দিনাজপুরে কোতয়ালী থানায় “নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
![]()
মোঃ নুর ইসলাম,দিনাজপুর থেকে: পল্লীশ্রী সংগঠনের প্রোমোটিং অপরচুনিটি ফর ওমেন ইমপাওয়ারম্যান্ড প্রকল্পের আয়োজনে এবং দাতা সংগঠন ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর সহযোগিতায় ৯ এপ্রিল ২০২৫ বুধবার দিনাজপুর কোতয়ালী থানার হলরুমে বেলা ১২ টায় "নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের ভ‚মিকা" শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনর্চাজ মোঃ মতিউর রহমান-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কোতয়ালী থানার (ওসি তদন্ত) মনিরুজ্জামান, বালুবাড়ী থানা ইনচার্জ মোঃ বাবর আলী, কোতয়ালী থানা ইন্সপেক্টর (অপস্) আব্দুল হাই, পল্লীশ্রী'র প্রোগ্রাম অফিসার শাহাজাদী শিরিন, পল্লীশ্রী'র প্রোগ্রাম ফ্যাসিলিটেটর কৃষ্ণা দাস, ৯ নং আস্করপুর সিবিও প্রধান রেহানা, ১ নং চেহেল গাজী ইউনিয়নের মাঝাডাঙ্গা সিবিও প্রধান সবুরা, সিবিও উপদেষ্টা মোঃ নাজিম উদ্দিন, ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের সিবিও সদস্য বেলীসহ দিনাজপুর কোতয়ালী থানার পুলিশ কর্মকর্তারা।
"নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের ভূমিকা" শীর্ষক মতবিনিময় সভার সভাপতি দিনাজপুর কোতয়লী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাজে পুলিশের ব্যাপক ভ‚মিকা রয়েছে। কিন্তু আমরা আমাদের দায়িত্বে থাকা অবস্থায় অনেক সময় নিরুপায় হয়ে থাকি। সুনির্দিষ্ট কোন অভিযোগ না থাকার কারণে কিছু নারী ও শিশু নির্যাতনের ক্ষেত্রে কোন অভিযোগ না করার কারণে অপরাধীরা পার পেয়ে যায় এবং পরবর্তীতে এই অপরাধিরা একই অপরাধ অন্যান্য স্থানে করে থাকে। অনেক সময় অভিযোগ করার পরে অভিযোগকারী নিজেরাই মীমাংসা করে ফেলে। কিন্তু এই কারনে আইনের মাধ্যমে তাদের বিচার করা আর সম্ভব হয় না, মাঝপথে গিয়ে সেই বিচারকার্য বন্ধ হয়ে যায়। এজন্য পুলিশ বিভাগের পাশাপাশি দেশের সকল নাগরিক আছেন যে যার স্থান থেকে নারী ও শিশু নির্যাতনের প্রতি জোরদার ভ‚মিকা পালন করলে দেশে আর কোন প্রকার নারী ও শিশু নির্যাতন থাকবে না বলে আমি আশাবাদী। তিনি আরো বলেন পল্লীশ্রী তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে পুলিশ বিভাগের যদি কোন প্রকার সহযোগিতা লাগে সেই সহযোগিতা আমরা নির্দ্বিধায় করবো বলে কথা দিচ্ছি। আপনারা আমাদের কাছে এই বিষয়ে সহযোগিতা নেয়ার জন্য আসা মাত্রই আমরা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দিব ইনশাল্লাহ।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit