প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২২, ৩:৫৪ অপরাহ্ণ
দিনাজপুরে জাসদের বিশাল মশাল মিছিলের মধ্যে দিয়ে ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী সুবর্ণ জয়ন্তী পালিত

স্টাফ রিপোর্টার: ১ অক্টোবর শনিবার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ দিনাজপুর জেলা কমিটির আয়োজনে দেশ ব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরে বিশাল মশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ষ্ট্রেশন চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যার পর জেলা কমিটির সহ-সভাপতি এ্যাডঃ খায়রুল বাশার ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদুল্লাহর নেতৃত্বে নেতাকর্মীরা মশাল হাতে “কেউ খাবে কেউ খাবে না- তা হবে না তা হবে না, দুনিয়ার মজদুর এক হও” ইত্যাদি স্লোগানে সারা শহর মশাল মিছিলে জেলা জাসদের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করে। ষ্ট্রেশন চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, জাসদের আজকের এই মশাল মিছিলের মাধ্যমে সারা দেশে এক বছরের কর্মসূচী’র সূত্রপাত শুরু হলো। বিএনপি জামায়াত জোট অবৈধ্যভাবে নাগরদোলায় চড়ে ক্ষমতা দখল করার ষড়যন্ত্র করছে। সরকার জনজীবনের সংকট দূরীকরণে দ্রব্যমূল্য ও শ্রমজীবী মানুষের দুর্বিসহ জীবন যাপনে কোনো পদক্ষেপ গ্রহন করতে পারছে না ফলে ষড়যন্ত্র ও চক্রান্তকারীরা জনগনকে বিভ্রান্ত করতে সক্ষম হচ্ছে। কালোবাজালী মজুদদারীদের কালো হাত ভেঙ্গে দিতে জাসদের নেতাকর্মীদের রাজপথে সতর্ক থাকতে হবে। শুভেচ্ছা বক্তব্য রাখেন নারী নেত্রী সুবর্ণা।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit