প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ১১:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৫, ১:৪৩ অপরাহ্ণ
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (দিনাজপুর): জেলার চিরিরবন্দর উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কে আজ সড়ক দুর্ঘটনায় একজন নিহতএবং ১জন আহত হয়েছেন।
আজ বুধবার বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার ওসি পরিদর্শক মোঃ ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ বুধবার বিকেলে সাড়ে ৩ টায় দিনাজপুর-রংপুর মহা-সড়কের চিরিরবন্দর উপজেলার রামডুবি হাট মেসার্স স্মিতা ফিলিং স্টেশনের সামনে এ দু'র্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি হলেন, জেলার চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউপির সাতনালা গ্রামের মোঃ নজরুল হক এর পুত্র রেফায়েত হক বাঁধন (৩৫)। আহত ব্যক্তি হলেন মৃত্যু ব্যক্তির ছোট ভাই প্লাবন হক(৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তারা দুই ভাই চিরিরবন্দর উপজেলার নিজ বাড়ির থেকে আজ বুধবার বিকেলে সৈয়দপুর এর দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহি ট্রাক্টর বেপরোয়া ভাবে চালানোর কারনে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।এতে ঘটনা স্থলেই মোটরসাইকেল চালক পিছনের চাকার নিচে পিষ্ট প্রাণ হারান। অপর জন মোটর- সাইকেল আরোহী গুরুতর আহত হয়।
দশমাইল হাইওয়ে থানা অফিসার ওসি পরিদর্শক মোঃ ওমর ফারুক বলেন, নিহতের পরিবারের আপত্তি না থাকায়, ময়না তদন্ত ছাড়াই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বালুবাহি ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে । এ ঘটনায় দশমাইল হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit