মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুর জেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন নির্বাচিত হওয়াতে নবরূপী ও দিনাজপুর ইনস্টিটিউটের অভিনন্দন

স্টাফ রিপোর্টার :  দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও দিনাজপুরের ঐতিহাসিক সামাজিক সংগঠন দিনাজপুর ইনস্টিটিউটের পক্ষ থেকে সদ্য দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান পদে বিজয়ী নবরূপীর আজীবন সদস্য ও জাতীয় পার্টি দিনাজপুর জেলা শাখার সভাপতি আলহাজ¦ মোঃ দেলোয়ার হোসেনকে অভিনন্দন জ্ঞাপন করেছে নবরূপী ও দিনাজপুর ইনস্টিটিউটের নেতৃবৃন্দ।

নবরূপীর সভাপতি আব্দুস সামাদ, সাধারন সম্পাদক এ.কে.এম মেহেরুল্লাহ বাদল, অর্থ সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউ এবং দিনাজপুর ইনস্টিটিউটের পক্ষ হতে সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুস সামাদ, কোষাধ্যক্ষ খন্দকার আরিফুজ্জামান নাঈম এক অভিনন্দন বার্তায় বলেন, আলহাজ¦ দেলোয়ার হোসেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়াতে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি দিনাজপুর জেলার উন্নয়নে দিনাজপুর জেলা পরিষদের মাধ্যমে আলহাজ্ব দেলোয়ার হোসেন যথেষ্ট অবদান রাখবেন। আমরা তার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করি।

১১০ Views
CATEGORIES

COMMENTS