রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

দিনাজপুর পৌরসভা এলাকার ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন

দিনাজপুর পৌরসভা এলাকার ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর বিশেষ প্রতিনিধি : সারা দেশের ন্যায় ১৫ মার্চ-২০২৫ শনিবার দিনাজপুর পৌরসভায় ৩ নং ওয়ার্ড কেন্দ্রে (দিনাজপুর পৌরসভা প্রাঙ্গনে) ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার দিনাজপুরের উপপরিচালক মোঃ রিয়াজ উদ্দিন, দিনাজপুর সিভিল সার্জন ডাঃ আসিফ ফেরদৌস, দিনাজপুর পৌরসভার সচিব মোঃ মাহবুবুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার স্বাস্থ্য বিভাগের সেনেটারি ইন্সপেক্টর মোঃ লিয়াকত আলী, ইপিআই সুপারভাইজার মোমরেজ সুলতানাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মীগণ।
উল্লেখ্য যে, ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালনের লক্ষ্যে দিনাজপুরের লক্ষ্যমাত্রা ৬ হতে ১১ মাস বয়সের শিশু নীল ক্যাপসুল ২৯১৫ জন, ১২ হতে ৫৯ মাস বয়সের শিশুদের জন্য লাল ক্যাপসুল ১৯৫৭৬ জন শিশুর মাঝে খাওয়ানো হবে। মোট কেন্দ্রের সংখ্যা ১২৮ টি রাত্রিকালীন কেন্দ্রের সংখ্যা ৮টি বিশেষ টিম ৫টি। রাত্রিকালীন কেন্দ্রে বিকেল ৪টা হতে রাত ৮টা পর্যন্ত ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। রাত্রিকালীন কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে ১ নং ওয়ার্ড লালবাগ ক্লাব, ৩ নং ওয়ার্ড দিনাজপুর পৌরসভা, ৪ নং ওয়ার্ড মির্জাপুর বাস টার্মিনাল, ৬ নং ওয়ার্ড ফকিরপাড়া মসজিদের সামনে, ৮ নং ওয়ার্ড সদর হাসপাতাল, ৯ নং ওয়ার্ড ফুলবাড়ি বাস স্ট্যান্ড, ১১ নং ওয়ার্ড রেলওয়ে স্টেশন এবং ১২ নং ওয়ার্ড কসবা রামকৃষ্ণ আশ্রম।

Views
CATEGORIES