দিন দিন বাড়ছে আত্মহত্যার সংখ্যা ! সচেতনতা বৃদ্ধিতে বিরামপুরে আইন-শৃঙ্খলা সভায় সিদ্ধান্ত


স্টাফ রিপোর্টার : দিনাজপুরের বিরামপুর উপজেলায় দিনের পর দিন বেড়েই চলছে আত্মহত্যা বা অপমৃত্যুর সংখ্যা, এমন অবস্থায় চিন্তিত সাধারন মানুষ ও আইনশৃঙ্খলায় নিয়োজিত প্রশাসন মহল। অপমৃত্যু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টিই হচ্ছে প্রধান লক্ষ্য, ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনিম আওনের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সাধারণ সভায় বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়, সভায় অনুষ্ঠিত সকল সদস্যরা বলেন স্কুল কলেজ থেকে শুরু করে সাধারণ মানুষের প্রতিটি পরিবারের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। বিরামপুর থানা অফিসার ইনচার্জ মমতাজুল হক বলেন প্রতিটি আত্মহত্যার পিছনেও অবশ্যই কিছু কারণ রয়েছে, আইনি প্রক্রিয়ায় এসব কারণগুলো উদঘাটন করতে গেলে অবশ্যই সেই আত্মত্যাকারীর লাশ ময়না তদন্ত করা আবশ্যক। আজকের সভায় আসন্ন পবিত্র মাহে রমজান কে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন । এছাড়াও মাদক সন্ত্রাস ও সীমান্ত রক্ষা বিষয়ক বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিরামপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, বিজিবি সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ এবং বিরামপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন।
৩৪ Views