প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:১১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৪, ১:২৩ অপরাহ্ণ
দীর্ঘ ১৬ বছর স্বৈরাচারী সরকারের নিষ্পেষণ চলেছে : আবদুল আউয়াল মিন্টু

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ফেনী): বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দীর্ঘ ১৬ বছর স্বৈরাচারী সরকারের নিষ্পেষণ চলেছে। সরকারবিরোধী আন্দোলন প্রতিহতের নামে বিএনপিসহ বিরোধী শক্তি দমন করা হয়েছে।
আজ রোববার ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে দৈনিক নয়াদিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মিন্টু আরও বলেন, বিভিন্নস্থানে যারা অন্যায় করেছে তাদের প্রচলিত আইনে বিচারে সহযোগিতা করুন। কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আনুন, নিজের হাতে আইন তুলে নেবেন না।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত হোসেন। বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মেজবাহ উদ্দিন খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, সাংবাদিক আবু তাহের ও জেলা জামায়াতের আমির মুফতী আবদুল হান্নান।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit