প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ২:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৮, ২০২৫, ২:৩৮ অপরাহ্ণ
দেশের চাহিদা মেটাতে চাল, ডাল ও চিনি সংগ্রহ করবে সরকার

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): দেশের চাহিদা মেটাতে এবং বাজার স্থিতিশীল করতে সরকার আজ চাল, ডাল ও চিনি সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে।
বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির (এসিসিজিপি) ৫ম সভায় এই অনুমোদন দেওয়া হয়।
অর্থ উপদেষ্টা বলেন, চাল, চিনি ও ডালের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্থিতিশীল রাখার লক্ষ্যে কমিটি প্রস্তাবগুলো অনুমোদন করেছে।
তিনি আরো বলেন, ‘আমরা রমজান মাসে বাজারে সরবরাহ সুষ্ঠুভাবে নিশ্চিত করার চেষ্টা করব, এমনকি আসন্ন রমজানের শেষ পর্যন্ত। সরবরাহের পাশাপাশি কঠোর নজরদারিও থাকবে।’
খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের প্রেক্ষিতে খাদ্য কর্তৃপক্ষ ভিয়েতনামের ভিয়েতনাম সাউদার্ন ফুড কর্পোরেশন (ভিনাফুড ১১) থেকে জি২জি পর্যায়ে ৫৭৮ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে। যার প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে ৪৭৪ দশমিক ২৫ মার্কিন ডলার।
বাণিজ্য মন্ত্রণালয়ের অপর একটি প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রায়ত্ত ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতি’র (ওটিএম) অধীনে সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ১১৫ কোটি ৪২ লাখ টাকায় ১০ হাজার মেট্রিক টন চিনি সংগ্রহ করবে। যার প্রতি কেজি চিনির দাম পড়বে ১১৫ দশমিক ৪২ টাকা।
বাণিজ্য মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রায়ত্ত টিসিবি স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতি’র (ওটিএম) অধীনে শেখ অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ থেকে ৯৮ কোটি ৪৫ লাখ টাকায় ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহ করবে। যার প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ৯৮ দশমিক ৪৫ টাকা।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit