প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৭, ২০২৫, ২:৪৫ অপরাহ্ণ
দেশে ফিরলেন ৯০ জন, ভারতে গেলেন ৯৫

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (চট্টগ্রাম): ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক দুটি ফিশিং ট্রলার, ৭৮ জেলে ও নাবিকসহ ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন মো. জহিরুল হক।
একইভাবে বাংলাদেশে অবস্থানরত ৬টি বোটসহ ৯৫ জন ভারতীয় জেলেকেও সে দেশের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯টায় চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটে এসে পৌঁছান বাংলাদেশের ৯০ জেলে ও নাবিক।
একইসাথে বাংলাদেশের ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামের দুটি ফিশিং ভেসেলও ফেরত এসেছে।
এরআগে গত রোববার (৫ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা এলাকায় বাংলাদেশে অবস্থানরত ৯৫ জন ভারতীয় জেলে ও ৬টি বোট ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।
ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর শেষে কোস্টগার্ড পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন মো. জহিরুল হক গণমাধ্যমকে জানান, গত ৯ ডিসেম্বর দুপুরে বাংলাদেশের সমুদ্রে মাছ ধরার সময় দুটি ট্রলারসহ ৭৮ জন জেলে-নাবিককে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড।
ভারতীয় জলসীমায় মাছ শিকারের অভিযোগ এনে ভারতীয় কোস্টগার্ড তাদের আটক করে। পরে তাদের উড়িষ্যার প্যারাদ্বীপে নিয়ে যাওয়া হয়। সেখানে আদালতের মাধ্যমে অনুপ্রবেশের দায়ে কারাগারে রাখা হয়।
এছাড়া গত বছরের ১২ সেপ্টেম্বর বাংলাদেশি মাছ ধরার নৌকা ‘এফভি কৌশিক’ প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবে যায়। ওই নৌকায় থাকা ১২ বাংলাদেশি জেলেকে ভারতীয় কোস্টগার্ড আটক করে নিয়ে যায়। পরে তাদেরও অনুপ্রবেশের দায়ে আদালতের মাধ্যমে কারাগারে রাখা হয় বলে জানান তিনি।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit