প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৫, ২০২৪, ১:২৭ অপরাহ্ণ
নওগাঁয় হত্যা মামলার রায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (নওগাঁ): জেলার পোরশা উপজেলার ইউনুস আলী হত্যা মামলার রায়ে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছে বিজ্ঞ দায়রা জজ আদালত। বৃহষ্পতিবার দুপুরে মামলার একমাত্র আসামী মোঃ মফিজ উদ্দিনের বিরুদ্ধে এ রায় প্রদান করেছেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ।
মামলার বিবরণে জানা গেছে ২০১৯সালের ৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় পোরশা উপজেলার সোমনগর গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র মোঃ ইউনুস আলী ৫২) তাঁর জ্যাকেটে চেইন লাগানোর জন্য পার্শ্ববর্তী সুতলী বাজারে দর্জি মোঃ মফিজ উদ্দিনের দোকানে যান। চেইন লাগানোর মজুরী হিসিবে দর্জি মফিজ উদ্দিন ৩০ টাকা দাবি করে। কিন্তু ইউনুস ২০ টাকা দিতে চান। এ নিয়ে উভয়ের মাধ্যে বাক বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে দর্জি মফিজ উদ্দিন একটি বাঁশ দিয়ে ইউনুসের মাথায় সজোরে আঘাত করে। এতে মারাত্মকভাবে আহত অবস্থায় স্থানীয় পল্লী চিকিৎসক বিপুলের নিকট নিয়ে যাওয়া হয়। ওই চিকিৎসক আহত ইউনুসের মাথায় সেলাই ও ব্যান্ডেজ করে বাসায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
পরে মৃত ইউনুস আলীর ছোট ভাই সোনাবর অলী পোরশা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ দর্জি মফিজ উদ্দিনের বিরুদ্ধে চার্জশীট গঠন করে বিচারের জন্য আদালতে প্রেরণ করে।
বিভিন্ন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ ওই আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, নগদ ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছেন।
রাষ্ট্রপক্ষে পিপি আব্দুল খালেক এবং আসামী পক্ষে দেওয়ান আবু হোসেন মামলাটি পরিচালনা করেন।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit