প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১০:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২৪, ২:০২ অপরাহ্ণ
নড়াইলে ৪ হাজার ৯৫৯ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (নড়াইল): চলতি বোরো মৌসুমে জেলার ৩ উপজেলায় ৪ হাজার ৯৬৫ মেট্রিক টন বোরো সিদ্ধ ও আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ।তালিকাভুক্ত মিলারদের কাছ থেকে সরাসরি সরকার নির্ধারিত মূল্যে চাল কেনা হবে বলে খাদ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, সদর উপজেলায় ২ হাজার ৩১১ মেট্রিক টন সিদ্ধ চাল, লোহাগড়া উপজেলায় ১ হাজার ৮৫০ মেট্রিক টন সিদ্ধ চাল এবং কালিয়া উপজেলায় ৪৯২ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। এছাড়া নড়াইল সদর উপজেলায় ৩০৬ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। প্রতিকেজি সিদ্ধ চালের সংগ্রহ মূল্য ৪৫টাকা এবং আতপ চালের সংগ্রহ মূল্য ৪৪টাকা নির্ধারণ করা হয়েছে।সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) লায়লা আফরোজা জানান, তালিকাভুক্ত মিলাররা যাতে সরাসরি সরকারি খাদ্য গুদামে সরকার নির্ধারিত মূল্যে চাল বিক্রি করতে পারেন সেজন্য তাদেরকে অবগত করা হয়েছে।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit