নবাবগঞ্জে ১৪শ দুস্থ পরিবার পেলেন শীতবস্ত্র

নবাবগঞ্জ(দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের নবাবগঞ্জে ১৪শ দুস্থ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ২টি করে কম্বল বিতরণ করা হয়। বে-সরকারি উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ তাদের সাপোর্ট প্রকল্পের উদ্যোগে ২৮ থেকে ৩০ জানুয়ারী উপজেলার কুশদহ, মাহমুদপুর ও পুটিমারা ইউনিয়ন পরিষদ চত্বরে এ শীতবস্ত্র বিতরণ করে। স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান দুস্থদের হাতে এ শীতবস্ত্র তুলে দেন। বিতরণ কালে ইসলামিক রিলিফ বাংলাদেশ নবাবগঞ্জ অফিসের প্রজেক্ট ম্যানেজার কাজল কুমার বসাক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৫৮ Views