প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২৫, ১:১৬ অপরাহ্ণ
নবির রেকর্ড

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে রেকর্ড গড়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি।
চলতি বিপিএলের ৩৩ ম্যাচে আজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৪ ওভারে ২৬ রানে ২ উইকেট নেন ফরচুন বরিশালের নবি। জোড়া উইকেট নিয়ে বিপিএলের ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি হন নবি। এতে পেছনে পড়ে যান শ্রীলংকার থিসারা পেরেরা।
এখন পর্যন্ত বিপিএলে ৬৬ ম্যাচ খেলে ৭৪ উইকেট শিকার করেছেন নবি। তার ইকোনমি ৬.৭১ ও গড় ১৯.৩৫।
৮৬ ম্যাচে ৮.৩৭ ইকোনমি ও ২৪.৩৬ গড়ে ৭৩ উইকেট শিকার করেছেন পেরেরা। এবারের আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন পেরেরা।
বিদেশীদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ৬৬ উইকেট শিকার করেছেন ৫৯ ম্যাচ খেলা ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল।
বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ১১৩ ম্যাচের ১৪৯ উইকেট আছে সাকিবের।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit