মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং গণহত্যা দিবস পালিত

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং গণহত্যা দিবস পালিত

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে গতকাল যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে ৭১-এর সকল শহিদ, বীর মুক্তিযোদ্ধা, শহিদ বুদ্ধিজীবী ও ২০২৪ জুলাই-আগস্টে শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

ঢাকায় আজ এক সরকারি তথ্যবিবরণীতে একথা জানানো হয়।

কনসাল জেনারেল মো. নাজমুল হুদা অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের সকল শহিদ, বীরাঙ্গনা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধের সকল স্তরের নেতা-কর্মীর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

তিনি বলেন, এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও আন্তরিকভাবে সচেষ্ট থাকতে হবে। বাংলাদেশের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি গতিশীল, আত্মপ্রত্যয়ী ও উন্নত দেশ গড়ার লক্ষ্যে আমাদের নতুন প্রজন্ম যে স্বপ্ন দেখছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

বাংলাদেশের সার্বিক উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে তাদের এ সমর্থন ও সহযোগিতা আরো শক্তিশালী করার অনুরোধ জানান।

১৯৭১-এর সকল শহিদ এবং ২৪ এর জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে শহিদ ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনা এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়া, ২৫ মার্চ কনস্যুলেট জেনারেলে ‘গণহত্যা দিবস’ পালন করা হয়।

 

 

Views
CATEGORIES

COMMENTS