প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ২:১০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৩, ১:২০ অপরাহ্ণ
নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিন : তোফায়েল আহমেদ

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ভোলা): আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ভোলা-১ আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তোফায়েল আহমেদ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নৌকা প্রতীকের প্রার্থীকে বেছে নিয়ে ভোট দেয়ার আহবান জানিয়েছেন। আজ রোববার বিকেলে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ভোটের ঘর এলাকায় এক পথ সভায় তিনি এ আহবান জানান।
আওয়ামী লীগের প্রবীন এই নেতা বলেন, আগামী ৭ জানুযারি সবাই ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করবেন। আপনাদের একটি ভোট অনেক মূল্যবান।
তোফায়েল আহমেদ বলেন, সমাজে খারাপ লোক যেমন থাকে, তেমনি ভালো লোকও থাকে। আপনারা ভালো লোককে বেছে নেবেন। এই ইউনিয়নের পুল-কালভার্ট, রাস্তাঘাট সবকিছুই আওয়ামী লীগ সরকারের আমলে করা। এত উন্নয়ন হয়েছে যা বলে শেষ করা যাবে না।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজহার উদ্দিন কালুর সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit