মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পিরোজপুরে যুব কাবাডি টুর্নামেন্ট শুরু

পিরোজপুরে যুব কাবাডি টুর্নামেন্ট শুরু

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (পিরোজপুর): তারুন্যের উৎসব-২০২৫ উপলক্ষে পিরোজপুর জেলায় আজ থেকে শুরু হয়েছ যুব কাবাডি অনূর্ধ্ব-১৮ (বালক/বালিকা) টুর্নামেন্ট।

বৃহস্পতিবার সকালে টাউন ক্লাব মাঠে পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে টুর্ণামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সদর থানার ওসি আব্দুস সোবাহান।

এই টুর্ণামেন্টে পিরোজপুরের সাত উপজেলার মোট ১১টি দল অংশগ্রহণ করছে।

পুলিস সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের বলেন, দীর্ঘ একমাস ব্যাপী তারুন্যের উৎসব চলছে। এ উপলক্ষে আমরা যুব কাবাডি অনূর্ধ্ব-১৮ (বালক-/বালিকা) টুর্নামেন্টের আয়োজন করেছি। তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে।

১০১ Views
CATEGORIES

COMMENTS