ফিলিস্তিনের গাজায় হামলার প্রতিবাদে বিরামপুরে বিক্ষোভ মিছিল


নূর মোহাম্মদ অন্তর, বিশেষ প্রতিনিধি : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা শাখা ও ওলামা মাশায়েখ পরিষদ । সোমবার (৭ এপ্রিল ) বিরামপুর ঢাকামোড়ে বেলা সাড়ে ৩ টায় এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন তারা। সমাবেশে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন অংশ গ্রহনকারী নেতাকর্মী ও তৌহিদ জনতা । গাজা ও ফিলিস্তিনিতে বর্বর হামলার প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনাজপুর-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী মুহাদ্দিস ডক্টর এনামুল হক, বিরামপুর উপজেলা আমীর হাফিজুল ইসলাম, সেক্রেটারি আবু হানিফ, ইসলামী ছাত্রশিবিরের জেলা দক্ষিণ সভাপতি সাজিদুর রহমান সাজু, উলামা মাশায়েখদের মধ্যে মাওলানা আব্দুন নুর, মাওলানা আব্দুর রউফ ও মাওলানা এমদাদুল হক প্রমূখ। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আনোয়ারুল ইসলাম ইসরায়েলের ধ্বংস কামনা করে বলেন, ইসরাইল শুধু মুসলমানদের জন্য বিষফোড় নয় ইসরায়েল মানবতার জন্য বিষফোড়। ইসরায়েল শুধু মুসলমানদের জন্য নয়, ইসলামের ধর্মের জন্য নয়, ইসরায়েল সব ধর্মের জন্য বিষফোড়। আমরা গত এক বছর যাবত ইসরায়েলের পণ্য বয়কট করে আসছি কিন্তু বোম্বিং বন্ধ হয়নি। তাই শুধু বয়কটে সীমাবদ্ধ থাকলে হবে না। মিসর, পাকিস্তান, তুরস্ক, ইরানের মতো শক্তিশালী মুসলিম দেশগুলোর কাছে অনুরোধ করেন এই প্রতিবাদে অংশ নেওয়ার। সমাবেশ শেষে সর্বদলীয় ও জনসাধারণের উদ্দোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি মোড়ে গিয়ে শেষ হয়।