প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ১:০৫ অপরাহ্ণ
ফুলবাড়ীতে স্বামীর ক্রয়কৃত সম্পত্তি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে স্বামীর ক্রয়কৃত সম্পত্তি প্রতিপক্ষদের দখলের প্রতিবাদে মোছাঃ বিউটি আক্তার ফুলবাড়ী থানা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। গতকাল বুধবার সকাল ১১টায় ফুলবাড়ী থানা প্রেসক্লাবে মৃত মহসিন আলী সরকারের কুয়েত প্রবাসী স্ত্রী মোছাঃ বিউটি আক্তার সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরে বলেন, আমার বিবাহ’র আগে মহসিন আলী সরকার বেঁচে থাকালীন সময় এবং কুয়েতে চাকুরী করত অবস্থায় আমার স্বামী ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার ০৫নং ওয়ার্ডের মধ্যগৌরীপাড়ায় ০৮ শতক জায়গা দলিল মূলে ক্রয় করেন। বিবাহের পর আমাকে আমার স্বামী কুয়েতে নিয়ে যান। আমার স্বামী আমাকে বিবাহ করার পর আমার এক ছেলে ও এক মেয়ে রেখে কুয়েতে চাকুরীকরত অবস্থায় মৃত্যুবরণ করেন। মধ্যগৌরীপাড়া গ্রামের মৃত্যু শমসের মন্ডলের পুত্র মোঃ মোবারক হোসেন, ননদ মোছাঃ লিপি, দেবর মোঃ মামুন, ননদের স্বামী মোঃ মোশারফ হোসেন গংরা আমার স্বামীর জমি জবর দখল করে রেখেছে। আমি জমি উদ্ধার কল্পে গত অক্টোবর মাসের ২১ তারিখে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করি। গত ১৯/১১/২০২৪ইং তারিখে জমি মাপযোগের তারিখ ধার্য থাকলে ২৬ তারিখে মাপার দিনহয়। তাও করতে দেয়নি প্রতিপক্ষরা। অবশেষে আমি ২২ নভেম্বর জেলা প্রশাসক ও সেনা কর্মকর্তা অফিস দিনাজপুরে লিখিত অভিযোগ করি। সংবাদ সম্মেলনে মোছাঃ বিউটি আক্তার বলেন, আমি কুয়েত থেকে ফিরে এসে স্বামীর বাড়ীতে জীবন কাটাতে চাই। কিন্তু আমার প্রতিপক্ষরা কোন ভাবে স্বামীর জায়গা ফেরত দিচ্ছে না। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবী করছি।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit