প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ১২:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ১২:৫২ অপরাহ্ণ
ফেসবুকে এনআইডি সেবার বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে প্রতারিত না হতে ইসির আহ্বান

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): ফেসবুক পেজে এনআইডি সংক্রান্ত সেবা গ্রহণের বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে প্রতারিত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয় ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর সংখ্যক ফেসবুক পেজ/ফেক আইডি থেকে বিজ্ঞাপন দিয়ে প্রলুব্ধ করে এনআইডি সংক্রান্ত সেবা প্রদানের নামে প্রতারণার ঘটনা ঘটছে; যা অনাকাঙ্খিত।’
ইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘প্রকৃতপক্ষে নির্বাচন কমিশন সচিবালয় পরিচালিত Bangladesh Election Commission Secretariat (পেজ লিংক http://www.facebook.com/@BangladehECS) এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) পরিচালিত National ID Card (পেজ লিংক http://www.facebook.com/bd.nid) দুটি পেজে ভোটার তালিকা হালনাগাদকরণ ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি ও ভিডিও কন্টেন্ট নিয়মিত প্রকাশ করা হয়।’
এ দুটি পেজ ছাড়া অন্য কোন ফেসবুক পেজে এনআইডি সংক্রান্ত সেবা গ্রহণের বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে প্রতারিত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit