প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১১, ২০২৪, ২:৪৩ অপরাহ্ণ
বগুড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা প্রশাসকের সহায়তা

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (বগুড়া): বগুড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হয়েছে। প্রতিটি পরিবারের মধ্যে ৩ বান্ডিল ঢেউটিন, ১০টি কম্বল, বস্তাভর্তি শুকনো খাবার প্যাকেট ও নগদ ৯ হাজার টাকা অনুদান দেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
গত শনিবার বগুড়া পৌরসভার নারুলি এলাকায় (২০ নং ওয়ার্ড) এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নুরুল হক ও নয়ন হোসেনের পরিবারের বাড়িঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা ইয়াসমিন, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন ও জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া এসময় উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit