প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৪, ১২:৩১ অপরাহ্ণ
বগুড়ায় ভোজ্যতেলের মিলে ট্যাংক বিস্ফোরণে নিহত ৪

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (বগুড়া): জেলার শেরপুরে আজ দুপুরে একটি ভোজ্যতেলের মিলের ট্যাংক বিস্ফোরণের ঘটনায় চারজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শেরপুরে ভবানীপুর মজুমদার ভোজ্যতেলের মিলে (রাইচ ব্রান্ড) ট্যাংকের পাইপ লাইনে ওয়েল্ডিংয়ের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় কর্মরত চারজন টেকনিশিয়ান নিহত হয়েছেন।
নিহতরা হলেন- নীলফামারীর সৈয়দপুর অফিসার্স কলোনির খলিলুর রহমানের ছেলে ইমরান (৩২), একই এলাকার সোলায়মান এর ছেলে আবু সাঈদ(৩৮), সালাম হোসেনের ছেলে মনির হোসেন (২৮) ও রুবেল মিয়া (৩১) ।
শেরপুর থানার ওসি রেজাউল করিম বাসসকে জানান- মজুমদার ভোজ্যতেলের মিলে ট্যাংকের পাইপ লাইনে ওয়েল্ডিংয়ের সময় বিস্ফোরণে কর্মরত চারজন টেকনিশিয়ান আহত হন। তাদেরকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে সেখানে কর্মরত চিকিৎসকগণ চারজনকে মৃত বলে ঘোষণা করেন। নিহতদের লাশ হাসপাতালের মর্গের রয়েছে।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার বখতিয়ার রহমান জানান, তেলের পাইপ লাইনের ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এ সময় বিকট শব্দে বিস্ফোরণে ওই মিলের মধ্যে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেশ কয়েকজন শ্রমিক দগ্ধ হয়ে যায়। বগুড়ায় হাসপাতালে নেয়ার পর চারজন মারা যান।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit