প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১২:১৫ অপরাহ্ণ
বগুড়ায় মাদ্রাসা শিক্ষার উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা শীর্ষক সভা

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (বগুড়া): জেলায় মাদ্রাসা শিক্ষার উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নবাববাড়িস্থ টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে জেলার ফাজিল-কামিল মাদ্রাসার আয়োজনে এই আলোচনা সভা হয়।
মহস্থান শাহ্ সুলতান বলখী (রহ:) ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মোহা. হাছানাত আলী। বামুজা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক (আরবী) মাওলানা মো. আব্দুল বারী রশিদীর সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি মোস্তফাবিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর ড. আহমাদুল্লাহ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. আবু সালেহ মামুন, অধ্যক্ষ আব্দুল হাই বারী, অধ্যক্ষ ড. আব্দুল মান্নান, অধ্যক্ষ শহিদুল ইসলাম, অধ্যক্ষ রাগেব হাসান ওসমানী, অধ্যক্ষ রেজাউল করিম খান, অধ্যক্ষ আ না ম ইয়াহহিয়া, অধ্যক্ষ জি এম মুস্তাফিজুর রহমান, অধ্যক্ষ হাফিজুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মাদ্রাসা শিক্ষাকে বিজ্ঞানসম্মত ও আধুনিকায়ন করার তাগিদ দেন। সমাজে বৈষম্যের কারণেই মাদ্রাসা শিক্ষার বিস্তার লাভ করছে। অনেকেই দারিদ্র্যের কারণে সাধারণ শিক্ষা ব্যবস্থায় না গিয়ে মাদ্রাসা শিক্ষার দিকে ঝুঁকছে। মাদ্রাসা থেকে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি বেরিয়ে এসেছেন এবং সমাজে অবদান রাখছেন।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit