শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বর্তমান সরকার চিরদিন ক্ষমতায় থাকার জন্য আসেনি : পার্বত্য উপদেষ্টা

বর্তমান সরকার চিরদিন ক্ষমতায় থাকার জন্য আসেনি : পার্বত্য উপদেষ্টা

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (খাগড়াছড়ি): পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, বর্তমান সরকার চিরদিন ক্ষমতায় থাকার জন্য আসেনি, নির্বাচন হলেই আমরা চলে যাবো

তিনি আজ সোমবার দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন উদ্বোধন করে এক মতবিনিময় সভায় এসব বলেন

সুপ্রদীপ চাকমা বলেন, আমি দীর্ঘ সময় ধরেই বেসিক কাজ করেছি, ডিপ্লোম্যাসি করেছি। সরকার অনেক উদার; পাহাড়ের একজন মানুষকে ডিপ্লোম্যাট বানিয়েছেন। এদেশের মানুষ বৈচিত্র্য বিশ্বাস করে বলেই এটা সম্ভব হয়েছে। বাঙালিদের পাশাপাশি যারা পাহাড়ি আছি, তারাই দিয়েছি এই বৈচিত্র্য। সুতরাং এই বৈচিত্র্য ধরে রাখতে হবে

মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বক্তব্য রাখেন।

পরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহবান জানান

৩০ Views
CATEGORIES

COMMENTS