প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১২:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ৮:৩৯ পূর্বাহ্ণ
বাংলাদেশ গ্রাজুয়েট জার্নালিস্ট এসোসিয়েশনের শুভ যাত্রা

স্টাফ রিপোটার : বাংলাদেশ গ্রাজুয়েট জার্নালিস্ট এসোসিয়েশনের শুভ যাত্রা হয়েছে ১৭ নভেম্বর। সংগঠনটি তাদের ওয়েব সাইডে www.bgja.org বিনামূল্যে নিবন্ধন করার জন্য আহবান জানিয়েছেন প্রতিষ্ঠাতা সাংবাদিক মোরশেদ মানিক। তিনি বলেন, বাংলাদেশে যতগুলো সাংবাদিক সংগঠন আছে আমরা কারো বিরোধী নই। শুধুমাত্র বাংলাদেশে গ্রাজুয়েট বা ততোর্ধ্ব শিক্ষাগত যোগত্যা সম্পন্ন সাংবাদিক ভাই-বোনদের নিয়ে এটি হবে একটি বিরল প্রকৃতির সংগঠন। শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেকেই প্রায়:শ জানতে চায়, শিক্ষাগত যোগ্যতার বিষয়টি। সারাদেশের প্রায় সব উপজেলায় একই অবস্থা। তিনি সকল গ্রাজুয়েট তা ততোর্ধ্ব শিক্ষাগত যোগত্যা সম্পন্ন সাংবাদিকদের ৩১ ডিসেম্বরের২৪ ইং মধ্যে অনলাইনে নিবন্ধন করার আহবান জানান। সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর বাংলাদেশের দিনাজপুর জেলার বিরামপুর শহরের ঢাকা মোড়ে মওলা সুপার মার্কেট।
বাংলাদেশ গ্রাজুয়েট জার্নালিস্ট এসোসিয়েশনের (বিজিজেএ) ভবিষ্যতে দেশের সাংবাদিকতা পেশার মানোন্নয়ন এবং গ্রাজুয়েট সাংবাদিকদের জন্য একটি সমৃদ্ধ প্লাটফর্ম তৈরি করতে বিভিন্ন দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। সংগঠনটির লক্ষ ও উদ্দেশ্য সম্পর্কে ওয়েব সাইডে বিস্তারিত জানা যাবে।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit