প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩, ২০২৫, ৩:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৫, ১:৪৪ অপরাহ্ণ
বাগেরহাটে চিহ্নিত অপরাধী ডাকাত গ্রেফতারের দাবীতে মানববন্ধন

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে এক চিহ্নিত অপরাধীকে গ্রেফতাদের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে তেতুলবাড়িয়া বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ভূক্তভোগী শতাধিক পরিবারের সদস্যরা। তারা ভাষন্ডা গ্রামের সত্তার বয়াতীর ছেলে কবির বয়াতীকে দ্রæত গ্রেফতারের দাবি জানান। কবির বয়াতীর বিরুদ্ধে ডাকাতি, চুরি, মারপিট, ঘের দখল ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অপরাধে মোরেলগঞ্জ থানায় ১৫টি মামলা রয়েছে।
মানববন্ধনে মো. জাকির হাওলাদার, কবির হোসেন মোল্লা ও মো. আলতায় সওদাগর বক্তৃতা করেন। বক্তারা অনতি বিলম্বে ডাকাত কবির বয়াতী, তার বোন মর্জিনা বেগম ও ভগ্নিপতি সাখাওয়াত হোসেনকে গ্রেফতারের দাবি জানান।
এ বিষয়ে থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, কবির বয়াতীর নামে মোরেলগঞ্জ, বাগেরহাট থানায় কমপক্ষে ১৫টি মামলা রয়েছে। সে অনেকদিন জেল হাজতে ছিল। বর্তমানে পলাতক। তাকে গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit