প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ২:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৯, ২০২৩, ২:৩৮ অপরাহ্ণ
বিএনপি-জামায়াতের আমলে রেলের উন্নয়ন হয়নি: রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

পজিটিভ বিডি ২৪ ডট নিউজ (গাইবান্ধা) : রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘জাতীয় পার্টি, বিএনপি-জামায়াত সরকারের আমলে রেলওয়ের কোনো উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ সরকারে এসেই রেলের ব্যাপক উন্নয়ন করে।’
২৯ আগস্ট মঙ্গলবার গাইবান্ধার বোনারপাড়া রেলস্টেশনে বন্ধ হয়ে যাওয়া রামসাগর এক্সপ্রেস আবার চালুর উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি এ সময় আরও বলেন, ‘যমুনা সেতু দিয়ে রেল চলাচলের কারণে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ হয়েছে। এ সেতুর পাশে আরেকটি ব্রডগেজ লাইন নির্মাণ করা হচ্ছে। আগামী এক বছরের মধ্যে এই লাইনের কাজ সম্পন্ন হবে। এটি নির্মাণ হলে এই লাইনের উদ্বোধনের সঙ্গে গাইবান্ধা এক্সপ্রেস ট্রেনও চালু করা হবে।’
নূরুল ইসলাম সুজন বলেন, ‘১৯৭৫ সালের পর যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা রেলযোগাযোগ ব্যবস্থা ধ্বংস করেছে। স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের সাহায্যকারী দেশ বন্ধুরাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে, সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করেছে, দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করেছে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের দায়িত্ব নেয়ার পর দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি উন্নত দেশ এবং সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ এই লক্ষ্য নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জামাত-বিএনপি যাতে নাশকতা করে প্রধানমন্ত্রীর উন্নয়নকে নষ্ট করতে না পারে সেই দিকে সজাগ থাকাতে হবে সকলকে।’
রেলমন্ত্রী বলেন, ‘দেশের সকল জেলাকে রেল যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে কাজ করছে সরকার। সকল সিঙ্গেল লাইন ডুয়েল গেজে ডাবল লাইনে পরিণত করার জন্য কাজ করা হচ্ছে। গাইবান্ধার জনগণের দীর্ঘদিনের চাহিদা ছিল রামসাগর এক্সপ্রেস ট্রেনটি চালু করা। তাই আজ ট্রেনটি পুনরায় চালু করা হলো।’
রেলমন্ত্রী আরও বলেন, ‘নদী ভাঙ্গন কবলিত উত্তরবঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি কৃষি উন্নয়ন, শিক্ষার উন্নয়ন এবং অবকাঠামোগত যাবতীয় উন্নয়নের জন্য কাজ করছে সরকার। সরকার বিনামূল্যে বই দিচ্ছে, কৃষকের চাহিদামতো সার ও কীটনাশকসহ যাবতীয় চাহিদা মেটাচ্ছে।’
তিনি বলেন, সরকার ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মডেল মসজিদ নির্মাণ করেছে ও মাদ্রাসা নির্মাণ করেছে। উত্তরবঙ্গের চরাঞ্চলের উৎপাদিত বিভিন্ন ফসল কৃষক যাতে সঠিক মূল্যে বিক্রি করতে পারে সেই জন্য সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছে।’
এ উদ্বোধনী অনুষ্ঠান শেষে রেলমন্ত্রী নলডাঙ্গা রেলওয়ে স্টেশন আধুনিকায়নের নির্মাণ কাজেরও উদ্বোধন করেন।
মন্ত্রী এসময় সাদুল্লাপুরবাসীকে আশ্বস্ত করে বলেন, ‘সাদুল্লাপুরের নলডাঙ্গা রেলস্টেশন দিয়ে যেসব ট্রেন ঢাকাসহ উত্তরাঞ্চলে চলাচল করে সকল ট্রেনই এই স্টেশনে থামবে।’
সাদুল্লাপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল ফারুকের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে শোক সভায় প্রধান আলোচক ছিলেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনের সংসদ সদস্য আ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।
প্রধান আলোচকের বক্তব্যে আ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, তার বাস্তবে রূপ দিচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই এক সুফল হিসেবে আজ বন্ধ রামসাগর এক্সপ্রেস চালু করা হলো। শুধু এটাই নয়, সারাদেশে আজ উন্নয়নের স্রোতধারা বইছে। দেশের নৌপথ, রেল, আকাশ ও সড়ক পথের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে।’
শোক সভায় গাইবান্ধা জেলা ও সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit