প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ৪:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২, ২০২৪, ১:২১ অপরাহ্ণ
বিপিএল: মিথুন-এনগারাভার নৈপুন্যে প্রথম জয় সিলেটের

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (সিলেট): ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ মিথুনের হাফ-সেঞ্চুরি ও জিম্বাবুয়ের পেসার রিচার্ড এনগারাভার বোলিং নৈপুন্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দশম আসরে প্রথম জয়ের স্বাদ পেল সিলেট স্ট্রাইকার্স। টুর্নামেন্টে প্রথম পাঁচ ম্যাচ হারের পর আজ নিজেদের ষষ্ঠ ম্যাচে সিলেট ১৫ রানে হারিয়েছে দুর্দান্ত ঢাকাকে। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অনুপস্থিতিতে নেতৃত্ব পাওয়া মিথুন ৫৯ রান এবং এনগারাভা ৪ উইকেট নেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ঢাকার পেসার শরিফুল ইসলামের বোলিং তোপের মুখে পড়ে ১৩ রানেই ৩ উইকেট হারায় সিলেট। নাজমুল হোসেন শান্ত ৩, শামসুর রহমান ও জাকির হাসান খালি হতে শরিফুলের বলে বোল্ড হন।
শুরুতেই চাপে পড়া সিলেটকে লড়াইয়ে ফেরান ইংল্যান্ডের সামিত প্যাটেল ও মিথুন। চতুর্থ উইকেটে ৪৯ বলে ৫৭ রান যোগ করেন দু’জনে। ১২তম ওভারে প্যাটেলকে (৩২) থামিয়ে ঢাকাকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার আরাফাত সানি।
প্যাটেলের আউটের পর দুই বিদেশী জিম্বাবুয়ের রায়ান বার্ল ১ ও আয়ারল্যান্ডের বেনি হাওয়েল ১১ রানে বিদায় নেন। সপ্তম উইকেটে আরিফুল হককে নিয়ে ১৩ বলে ২৭ রান যোগ করেন মিথুন।
আরিফুল ৩টি ছক্কায় ৯ বলে ২১ রানে থামলেও, ইনিংসের শেষ ওভারে আউট হন ৩৬ বলে টি-টোয়েন্টিতে ১৭তম হাফ-সেঞ্চুরি করা মিথুন।
একবার জীবন পাওয়া মিথুনের ৪টি চার ও ৩টি ছক্কায় গড়া ৪৬ বলে ৫৯ রানের সুবাদে ৮ উইকেটে ১৪২ রানের সংগ্রহ পায় সিলেট। ৪ ওভারে ২৪ রানে ৪ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং করেন ঢাকার শরিফুল।
১৪৩ রানের টার্গেটে খেলতে নামা ঢাকার দুই ওপেনার পাকিস্তানের সাইম আইয়ুব ১৩ ও মোহাম্মদ নাইম ২ রানে শিকার হন এনগারাভার।
তৃতীয় উইকেটে ২৮ বলে ৩১ রানের জুটি গড়ে ঢাকার চাপ কমান সাইফ হাসান ও অস্ট্রেলিয়ার অ্যালেক্স রস। পরপর দুই ওভারে সাইফ ১৭ ও রস ২০ রানে ফিরেন।
৫২ রানে ৪ উইকেট পতনের পর ঢাকার পরের দিকের ব্যাটারদের দাঁড়াতে দেয়নি রেজাউর রহমান, নাইম হাসান ও এনগারাভা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রানে ঢাকার ইনিংস শেষ হয়। এতে পাঁচ ম্যাচে চতুর্থ হারের স্বাদ পায় রাজধানীর দলটি। শেষ দিকে ১১ বলে ২৭ রান করে ঢাকার হারের ব্যবধান কমান তাসকিন আহমেদ।
৪ ওভারে ৩০ রানে ৪ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং করেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া এনগারাভা। এছাড়া রেজাউর ২টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
সিলেট স্ট্রাইকার্স : ১৪২/৮, ২০ ওভার (মিঠুন ৫৯, প্যাটেল ৩২, শরিফুল ৪/২৪)।
দুর্দান্ত ঢাকা : ১২৭/৯, ২০ ওভার (তাসকিন ২৭*, রস ২০, এনগারাভা ৪/৩০)।
ফল : সিলেট স্ট্রাইকার্স ১৫ রানে জয়ী।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit