মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরের শয্যাগত মাদক বিরোধী নেতা বক্কর ট্রাইসাইকেল পেয়ে; পাড়লেন উঠে দাড়াতে !

বিরামপুরের শয্যাগত মাদক বিরোধী নেতা বক্কর ট্রাইসাইকেল পেয়ে;  পাড়লেন উঠে দাড়াতে !

স্টাফ রিপোর্টার : সমাজে মানুষের ভালো কাজের পেছনেই চলেছেন বিরামপুর শহরের ইসলামপাড়ার মৃত আজের আলীর বড় ছেলে আবু বক্কর সিদ্দিক। করোনার সময় থেকে ২০২৩ সাল পর্যন্ত এলাকায় মাদক নির্মূলের লক্ষ্যে রাত দিন পরিশ্রম করে এলাকাবাসীকে সাথে নিয়ে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করতেন। একারণে একসময় দূর্বৃত্তদের হামলার শিকারও হন তিনি। ২০২৩ সালের শেষের দিকে ডিসেম্বর মাসে হঠাৎ করে স্টক করে বিছনাগত হয়ে পরেন সে। এতে করে তার ডান পা ও ডান হাত অবশ হয়ে যায়। তার পর থেকেই বিছানায় থাকতে হয়েছে তাঁকে। করেছেন অনেক চিকিৎসা কিন্তু, উঠে দাড়াতে পারেননি। বাহিরের আলো বাতাস, এলাকার মানুষগুলোর খোঁজ খবর নিতে পারেনি সে।
১২ মার্চ (বুধবার) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমাজসেবা দপ্তরের সহযোগিতায় ট্রাইসাইকেল পেয়ে উঠে দাঁড়ালেন আবু বক্কর সিদ্দিক। ট্রাইসাইকেলটি তার স্ত্রী ও মেজো মেয়ে বুলবুলির হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা কৃষি কমল কৃষ্ণ রায়, সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘের সভাপতি ইব্রাহীম মিঞা, সাংবাদিক নুর মোহাম্মদ অন্তর প্রমুখ।
ট্রাইসাইকেল টি পেয়ে আবু বক্কর সিদ্দিক ও তার পরিবার উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়ালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

৮৪ Views
CATEGORIES