প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৩:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১২, ২০২৪, ২:৪৯ অপরাহ্ণ
বিরামপুরে আদিবাসী জনগোষ্টির মনোবল বাড়াতে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার: বিরামপুরে আদিবাসী জনগোষ্টির মনোবল বাড়াতে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন ধানজুড়ি সহ আশপাশ এলাকায় জনগনের সাথে মতবিনিময় করেছেন, জানিয়েছেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন ।
১২ আগস্ট বিকেল ৫টা থেকে ধানজুড়ি সহ আশপাশ এলাকায় সেনাবাহিনী সেভেন হর্স এর লে. কর্ণেল মশিহ্ উদ্দিন আহম্মেদ, মেজর আশিকুজ্জামান সহ সেনাবাহিনীর অন্যান্যরা । তাদের সাথে ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকারসহ অফিসার ও ফোর্স । এ সময় বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ যোগ দেন।
সেনাকর্মকর্তাদ্বয় আধিবাসী অধ্যস্যিত ধানজুড়ি এলাকা পরির্দশনে কালে স্থানীয় জনগনের সাথে মতবিনিময় করেন। প্রত্যেকের মধ্যে মনোবল বাড়াতে আহবান জানান।
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন, আদিবাসী জনগনের মনোবল বাড়ানো আমাদের প্রয়াস।
আদিবাসী জনপ্রতিনিধি শীতলী পাহানা সহ কয়েক আদিবাসী জনগন বলেন সেনাবাহিনী, উপজেলা প্রশাসন , থানা প্রশাসন এলাকায় আসায় আমরা নিরাপদবোধ করছি।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit