মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে আলোচিত সরকারী কাজে বাধা ও কর্মকর্তাকে হামলার মামলায় এজাহার নামীয় আসামী রাকিব গ্রেফতার !

বিরামপুরে আলোচিত সরকারী কাজে বাধা ও কর্মকর্তাকে হামলার মামলায় এজাহার নামীয় আসামী রাকিব গ্রেফতার !

স্টাফ রিপোর্টার :  বিরামপুর থানার আলোচিত সন্ত্রাসী হামলায় আহত সমবায় অফিসারের মামলায় এজাহার নামীয় ৩ নং আসামী রাকিবকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটক রাকিব দিওড় ইউনিয়নের শিয়ালা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। উপজেলার দিওড় ইউপি অফিসে ভিজিএফ চাল বিতরন কালে ১৯ মার্চ এ সন্ত্রাসী হামলা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই রফিকুল ইসলাম জানান, ২১ মার্চ (শুক্রবার) বিকেল প্রায় ৪টায় শহরের কলাবাগান মাইক্রোস্টান্ড থেকে তাকে আটক করেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, সরকারী কর্মকর্তাকে হামলা ও সরকারী কাজে বাধা দেয়া মামলায় সকল আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন আসামী গ্রেফতারের সংবাদ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন- সরকারী কাজে বাধা ও কর্মকর্তাকে হামলার যথাযথ ব্যবস্থা নেয়া হলে সন্ত্রাসীরা এমন দু:সাহস আর দেখাবে না।
প্রসঙ্গত : বিরামপুর উপজেলার দিওড় ইউপি অফিসে ভিজিএফ চাল বিতরন কালে ১৯ মার্চ (বুধবার) দুপুর ২ টায় কয়েক সন্ত্রাসীরা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। উপজেলা সমবায় অফিসার(ট্যাগ অফিসার) মোঃ রাকিবুল হাসান সন্ত্রাসীরা আহত করে। এ ঘটনায় আহত উপজেলা সমবায় অফিসার মোঃ রাকিবুল হাসান ৩জন নামীয়সহ ৩/৪জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

৭২ Views
CATEGORIES