বিরামপুরে ইমাম ও ওলামা মাশায়েখদের সমাবেশ অনুষ্ঠিত


স্টাফ রিপোটার : জমঈয়তে আহলে হাদীসের আয়োজনে শনিবার (১৪ সেপ্টে:) বিরামপুরে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও ওলামা মাশায়েখদের নিয়ে সমাবেশ করা হয়েছে।
শহরের আদর্শ হাইস্কুল প্রাঙ্গণে জমঈয়তে আহলে হাদীস বিরামপুর উপজেলা শাখার সভাপতি একেএম রেজা বাদশাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জমঈয়তে আহলে হাদীস দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল জলিল আল মাদানী। বিশেষ অতিথি ছিলেন, আল মারূফ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা আনোয়ারুল ইসলাম, সেক্রেটারী মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জমঈয়তে আহলে হাদীস দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি লুৎফুল কবীর ও মাও: আব্দুল মোমিন, বিরামপুর শাখার সাধারণ সম্পাদক জাহিনুর ইসলাম, বিজুল কামিল মাদ্রাসার সিনিয়র প্রভাষক মাওঃ ইছাহাক আলী, হাফেজ রাশেদুল ইসলাম, প্রশিক্ষক তাওহীদ বিন ইব্রাহিম প্রমূখ।
২৮ Views