শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী পালিত

বিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : ১৫ আগস্ট বিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।  সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন। সকাল ৯টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন। সকাল ১০টায় বিরামপুর উপজেলা অডিটরিয়াম জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে।  ১৪ আগস্ট অনুষ্ঠিত চিত্রাংকন, কবিতা পাঠ, রচনা ও হামদ-নাত প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরন করা হয়েছে। ১৫ আগস্ট উপজেলা প্রশাসন আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি শিবলী সাদিক। ইউএনও পরিমল কুমার সরকারের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার আ: সালামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চোয়ার খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, সহ-সভাপতিদ্বয় নারু গোপাল কুন্ডু ও দিলীপ কুমার কুন্ডু, যুগ্ম সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক আ: রাজ্জাক মাস্টার।

১২১ Views
CATEGORIES

COMMENTS