প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৭, ২০২৩, ৫:১৮ অপরাহ্ণ
বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক বিরোধী মতবিনিময় সভা হয়েছে

স্টাফ রিপোর্টার : বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক বিরোধী মতবিনিময় সভা হয়েছে । ৭ আগস্ট বিরামপুর উপজেলা অডিটরিয়ামে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) মো:মেহেদী হাসান। বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম এর সভাপতিত্বে আলোচনা অংশ নেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর, বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, সরকার দলীয় নেতা শিবেশ কুন্ডু, বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ অদ্বেত্য কুমার অপু, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দীন সরকার, উপজেলা জামে মসজিদের খতিব মকলেছুর রহমান, খানপুর ইউপি চেয়ারম্যান চিত্র রঞ্জন পাহান, বীরমুক্তিযোদ্ধা চেংগিস খান, উন্নয়ন কর্মী অসীত কুমার দফাদার।
আদর্শ মাদকাশক্ত নিরাময় কেন্দ্রের মাধ্যমে ৩ মাদক সেবী, মাদক মু্ক্ত জীবনের গল্প শোনান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, দিনাজপুর কারাগারের জেলার একেএম মাসুম, উপজেলা ভাইস চেয়ামম্যানদ্বয় উম্মে কুলসুম বানু, মেজবাউল ইসলাম মন্ডল, সব সরকারী দপ্তরের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিগন, গনমাধ্যম কর্মী সহ সুধীবৃন্দ।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit