শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

বিরামপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

স্টাফ রিপোটার : প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার মধ্যে দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। ১২ ডিসেম্বর সোমবার বেলা ১২টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে একটি র‌্যালি প্রদক্ষিণ শেষে, উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার।
সহকারী প্রোগ্রামার (আইসিটি) পাপিয়া নাসরীনের সঞ্চালনায়, সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভার:) অদ্বৈত্য কুমার অপু, চাঁদপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হুমায়ুন কবির, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, বিরামপুর প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক প্রমুখ।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

৮৯ Views
CATEGORIES

COMMENTS