বিরামপুরে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত


স্টাফ রিপোর্টার : বিরামপুরে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ (রবিবার) সকাল ১০ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু স্মৃতি ভাস্কর্যে ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়।
সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভা হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: বিপুল কুমার চক্রবর্তী।আরও বক্তব্য রাখেন পৌর মেয়র আককাস আলী, এসিল্যান্ড মুরাদ হোসেন, ওসি সুব্রত কুমার সরকার, ভাইস-চেয়ারম্যানদ্বয় মেজবাউল ইসলাম ও উম্মে কুলসুম বানু, মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, বিরামপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোরশেদ মানিক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনি:সহ-সভাপতি শিবেশ কুন্ড, বীরমুক্তি যোদ্ধা হাবিবুর রহমান। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোখলেছুর রহমান ও পবিত্র গীতা পাঠ করেন ইউএনও অফিসের সার্টিফিকেট সহকারী দীপ কুমার রায়।
অনুষ্ঠানে আবৃতি, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন-
ক গ্রুপের আবৃতি প্রতিযোিগতায় ১ ম স্থান করেছে বৈদাহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী সাদিকা জান্নাত রাহা, ২য় স্থান করেছে বিরামপুর (১)সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী তাসনিয়া রহমান তিথি, ৩য় স্থান করেছে বিরামপুর চাইল্ড কেয়ার একাডেমির ২য় শ্রেণীর শিক্ষার্থী সুফাইদা তাবাসসুম রাইসা।
কুইজ প্রতিযোগিতায় ১ ম স্থান করেছে শিমুলতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী রুবাইয়া রোজা, ২য় স্থান করেছে আমানুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী আলোকিতা ইয়াসমিন, ৩য় স্থান করেছে বুজরুক বাইলশিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী ফারহজামান খুশবু।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
১১৩ Views