প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৫, ৩:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ৩:৫৬ অপরাহ্ণ
বিরামপুরে ভূয়া সেনাবাহিনী আব্দুল কাদের ওরফে রোমান আটক

স্টাফ রিপোর্টার : দিনাজপুরের বিরামপুর উপজেলায় ছিনতাইয়ের উদ্দেশ্যে ওত পেতে থাকা ব্যক্তি সেনাবাহিনীর আইডি কার্ড ও ওয়াকিটকিসহ ১জন কে গ্রেফতার করে থানা পুলিশ।
মঙ্গলবার ২২শে এপ্রিল দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানাধীন পৌরসভার ৬নং ওয়ার্ড এর শান্তির মোড়ে অভিযান চালিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে ওত পেতে থাকা ৩/৪ জন ছিনতাইকারীর মধ্যে একজনকে গ্রেফতার করে এবং বাকি কয়েকজন পালিয়ে যায়।
আটককৃত সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহারকারীর ঠিকানা বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের কসবা সাগরপুর পাঠন চড়া এলাকার মৃত রফিতুল্লাহ মন্ডল এর ছেলে আব্দুল কাদের ওরফে রোমান বয়স (২৫)
গ্রেফতারের সময় আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে একটি সেনাবাহিনীর পরিচয়পত্র (ID Card) এবং একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সেনাবাহিনীর সদস্য নয় বলে স্বীকার করেছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা ভুয়া পরিচয় ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করছিল।
উদ্ধারকৃত সামগ্রী জব্দ করে গ্রেফতাররকৃত ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। এ বিষয়ে বিরামপুর থানায় ছিনতাইয়ের চেষ্টা ও সেনাবাহিনীর ছদ্মবেশ ধারণ সংক্রান্ত মামলা রুজু প্রক্রিয়াধীন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, ভূয়া সেনাবাহিনীর পরিচয় পত্র ও ওয়াকিটকি ব্যবহারের রাতে পথচারীদের ছিনতাইয়ের অভিযোগে আব্দুল কাদের রোমান নামের এক যুবককে আটক করা হয়েছে। তাদের অন্য দুই সদস্য পালিয়ে গেছে। আটক যুবকের বিরুদ্ধে নামে মামলা হয়েছে। অন্যআসামিদের আটকের চেষ্ঠা অব্যাহত রয়েছে।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit