বিরামপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


স্টাফ রিপোটার : বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রবিবার (২৭ অক্টোবর) বিরামপুরে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
থানা বিএনপি অফিসে থানা যুবদলের সদস্য সচিব অ্যাড. শিরণ আলমের নেতৃত্বে ফ্রি- মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান করা হয়েছে। দুপুরে শালবাগান এতিমখানা মাদ্রাসায় দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হয়েছে। এসময় থানা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহীনের সভাপতিত্বে আলোচনা সভা করা হয়। উপস্থিত ছিলেন, থানা বিএনপি’র সভাপতি শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, পৌর যুবদলের আহবায়ক তছলিম উদ্দিন মন্ডল, যুগ্ম আহবায়ক শাহ আলম মন্ডল, সদস্য সচিব পলাশ বিন আশরাফি এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
১০৪ Views