শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে লটারীর মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ সম্পন্ন

বিরামপুরে লটারীর মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ সম্পন্ন

স্টাফ রিপোর্টার :  বিরামপুরে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ সম্পন্ন করেছে উপজেলা ওএমএস ডিলার নিয়োগ কমিটি। ৩ মার্চ সোমবার বিকেলে লটারী অনুষ্ঠান হয়েছে। কমিটির সভাপতি ইউএনও নুজহাত তাসনীম আওন লটারী পরিচালনা করেন।
৬টি পয়েন্টের মধ্যে হাবিবপুর মোড় পয়েন্টে শাহরিয়ার কবির অনিক একক প্রার্থী হিসেবে সরাসরি নির্ধারিত হন। বাকী ৫ টি পয়েন্টে একাধিক আবেদনকারী থাকায় লটারীর মাধ্যমে ৫জন নির্ধারিত হন। লটারীতে বিজয়ীরা হলেন কলেজ বাজার পয়েন্টে সাদিকুল ইসলাম, ঘাটপাড় বটতলী পয়েন্টে আব্দুর রব তোতা, ঢাকা মোড় পয়েন্টে শবনম মুস্তারী, কলাবাগান পয়েন্টে ইখলাসুর রহমান, কেডিসি রোড পয়েন্টে আমিরুল ইসলাম। লটারী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিরামপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ.এইচ.এম তৌহিদুল্লাহ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধূরী, প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম সহ সরকারী কর্মকর্তাগন লটারী কার্যক্রমে সহযোগিতা করেন।
লটারী অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ, বিরামপুর প্রেসক্লাব কলেজ বাজারের সভাপতি মোরশেদ মানিক, সাধারন সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রিপন মানিক চৌধূরী, কলাবাগানের আহবায়ক শাহ আলম মন্ডল সহ কয়েক ওএমএস ডিলার আবেদনকারী উপস্থিত ছিলেন।

৭৭ Views
CATEGORIES