শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে সুধীবৃন্দের সাথে নবাগত ইউএনও নুজহাত নাসনীম আওনে’র মতবিনিময় সভা

বিরামপুরে সুধীবৃন্দের সাথে নবাগত ইউএনও নুজহাত নাসনীম আওনে’র মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: দিনাজপুরের বিরামপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত নাসনীম আওন উপজেলার সন্মানিত সুধীবৃন্দের সাথে উপজেলা অডিটরিয়ামে এক মতবিনিময় করেছেন।
১৯ জুন বিকেলে বিরামপুর উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় সমস্যা, সাফল্য ও সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য করেন, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলি, উপজেলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: বিপুল কুমার চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দীন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার আব্দুল্ল্যাহ আল ইফরান, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মেজবাউল হক, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডু, সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধাদ্বয় হাবিবুর রহমান ও মোস্তাক হোসেন, বিজুল কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড.নূরল ইসলাম, প্রধান শিক্ষক আরমান আলি প্রমুখ।
এ সময় সুধীজন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ, বীর মূক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, স্থানিয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরো অনেকেই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

১৭৮ Views
CATEGORIES