প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৩:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৪, ২:০৪ অপরাহ্ণ
বিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা গ্রেফতার : জামিনে মুক্ত

স্টাফ রিপোর্টার : বিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে (২৯) নাশকতার মামলায় গ্রেফতার করে পুলিশ ৬ অক্টোবর(রবিবার) দিনাজপুর পুলিশ কোর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করেছে। বিজ্ঞ আদালত তাকে শর্ত সাপেক্ষে জামিনে মুক্তর আদেশ দেন। মাসুদ বিরামপুর শহরের পূর্বজগন্নাথপুর এলাকার মৃত: আনছার আলীর ছেলে।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, নাশতকতার মামলায় আটক দেখিয়ে মাসুদ রানাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, ছাত্র-জনতার আন্দোলনের সময় ভাংচুর, অগ্নি সংযোগ ও লুটপাটের অভিযোগে গত ৯ সেপ্টেম্বর বিরামপুর থানায় একটি মামলা হয়। ঐ মামলায় ১৩৩ জনের নাম উল্লেখ এবং ৫/৬শ’ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এজাহারে নাম উল্লেখ না থাকলেও তদন্তকালে ঘটনার সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় শনিবার দিবাগত রাতে মাসুদ রানাকে গ্রেফতার করা হয়।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit