শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

স্টাফ রিপোটার : বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস ২০২৩ পালিত হয়েছে। র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
ইউএনও নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভা হয়েছে। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মুরাদ হোসেন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার, উপজেলা ভাইস  চেয়ারম্যানদ্বয় উম্মে কুলসুম বানু ও মেজবাউল ইসলাম মন্ডল, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাউল হক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, আওয়ামীলীগ নেতা শিবেশ কুন্ডু, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম, তথ্য প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার পাপিয়া নাসরীন, উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা মোখলেসুর রহমান প্রমুখ।

১১০ Views
CATEGORIES