বিরামপুর উপজেলা শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা : ভূমিহীন ও গৃহহীন ১৭ পরিবারকে মালিকানা হস্তান্তরের মধ্য দিয়ে এ ঘোষনা দিলেন প্রধানমন্ত্রী


মোরশেদ মানিক : ৯ আগস্ট বুধবার সাড়ে ১০টায় বিরামপুর উপজেলা অডিটরিয়ামে ভিডিও কনফারেস্নিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিরামপুর উপজেলার অবশিষ্ট ১৭ টি গৃহের শুভ উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনাজপুরের বিরামপুর উপজেলাকে ক শ্রেণীভুক্ত শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা ।
বিরামপুর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আবু জাফর, দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) মো: মেহেদী হাসান, বিরামপুরের ইউএনও নুজহাত তাসনীম আওন, বিরামপুর সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন, ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী প্রমুখ।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় মেজবাউল ইসলাম ও উম্মে কুলসুম বানু, বিরামপুর প্রেসসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সহসভাপতি জালাল উদ্দীন রুমী, সিনিয়র সাংবাদিক যথাক্রমে ডা. নুরল হক ও আবু তাহের, মৎস্য কর্মকর্তা কাওসার আলী, ইউপি চেয়ারম্যান যথাক্রমে রহমত আলী, আবুল কালাম, হুমায়ন কবীর বাদশা , আব্দুর রাজ্জাক মন্ডল ও চিত্ত রঞ্জন পাহান, , যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দীন মন্ডল, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, আওয়ামীলীগ নেতা শিবেশ কুন্ডু, আব্দুর রাজ্জাক মাস্টার, বীরমুক্তিযোদ্ধা যথাক্রমে গোলাম মোস্তফা, হাবিবুর রহমান ও এনতাজ উদ্দীন কামাল, ভূমিহীন ও গৃহহীন ১৭ পরিবার, জিও-এনজিও প্রতিনিধি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
২৫০ Views